ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৪ ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ২০:১৬, ১ জুলাই ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক অভিযানে ৪ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার কালিকচ্ছ বাজার থেকে ডাকাত সেলিম (৩৫) ও বুধবার রাতে অভিযান চালিয়ে ডাকাত মিলন (২৮), নজরুল মৃধা (৫০) ও হাদিম মিয়া (৪৬) কে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতরা কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধর্মতীর্থ এলাকার বাসিন্দা। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। 

পুলিশ জানায়, উপজেলার সরাইল-নাসিরনগর সড়কের বিভিন্ন পয়েন্টে ডাকাতি ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। তাদের প্রত্যেকেই একাধিক ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি মামলার আসামী। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত নির্মুলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি