ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:০১, ২ জুলাই ২০২১

নিহত হাসান মন্ডল

নিহত হাসান মন্ডল

Ekushey Television Ltd.

জয়পুরহাটের ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান মন্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৮টায় পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টায় উপজেলার মালিপাড়াস্থ নিজ বাড়িতে হোমিওপ্যাথিক ওষুধ রাখার কাঁচের বোতল তৈরী করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে মারাত্মক আহত হয় সে। উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাসান মন্ডল (২৫) পৌরসভার ৩নং ওয়ার্ডের মালিপাড়া মহল্লার আইজুলের ইসলাম ঘটকের ছেলে। তার একটি ছোট সন্তান আছে। তার মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের মাতম চলছে।

তবে ক্ষেতলাল থানায় ফোন দিলে তারা বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান ডিউটি অফিসার এসআই উজ্জ্বল। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি