ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত : ১০:১২, ২ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে আছিয়া খাতুন (৫৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার কাটাছড়া ইউনিয়নের পূর্ব কাটাছড়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে জোরারগঞ্জ থানা পুলিশ।

নিহত আছিয়া খাতুন ওই গ্রামের নুর আহাম্মদ গণি বাড়ির বীর মুক্তিযোদ্ধা মৃত জেবল হকের স্ত্রী। তিনি ৩ ছেলে ও ১ কন্যা সন্তানের জননী। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেন জানায়, খবরটি শুনে দ্রুত ঘটনাস্থলে গেলে মেঝেতে ওই নারীর লাশ দেখতে পাই এবং বুকের উপর একটি ছেলের ছবি পাওয়া যায়। এটা হত্যা নাকি আত্মহত্যা- বিষয়টি আমি অবগত নই।

এদিকে বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী একুশে টিভি অনলাইনকে বলেন, মুক্তিযোদ্ধা জেবল হকের স্ত্রী নিহত আছিয়া খাতুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা লাশ উদ্ধারের জন্য গেলে কোনও স্বজনের দেখা মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারেন তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি