ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৯৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২, ২ জুলাই ২০২১

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন ও ৩ জন করোনা উপসর্গে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ৯৪। 

বৃহস্পতিবার (১ জুলাই) দিবাগত গভীর রাতে ২৫৯ জনের মধ্যে ৯৪ জনের করোনা শনাক্তের রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৮ শতাংশ বেড়ে হয়েছে ৩৬ দশমিক ২৯। এর আগে বুধবার শনাক্তের হার ছিলো ৩২ দশমিক ২১ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সদর উপজেলার মৃত কুদরত আলীর ছেলে মোস্তফা খান (৬০) ও আহম্মদ আলীর স্ত্রী রোকেয়া আক্তার রীতা এবং আলমডাঙ্গা উপজেলার আমিরুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার (৩৬)। 

আর করোনা উপসর্গ নিয়ে ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সদর উপজেলার বেলগাছি গ্রামের মৃত বক্স মন্ডলের স্ত্রী ফাতেমা বেগম (৫০), একই উপজেলার শান্তি পাড়ার মৃত গফুর সর্দারের ছেলে গোলাম সরোয়ার গুড্ডু (৫০) ও কুতুবপুর ইউনিয়নের মৃত তপু মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিক (৬৫)। 
 
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ২৫৯ জনের মধ্যে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন এই শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৪২ জন, আলমডাঙ্গা উপজেলার ৯ জন, দামুড়হুদার ৪ জন ও জীবননগরের ৩৯ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ২৯ শতাংশ।

এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৪৯৯ জন। এর মধ্যে নতুন ২০ জনসহ  মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৩০১ জন। মারা গেছেন ৯৪ জন। বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক হাজার ৮৯ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৭ জন ও হাসপাতালে ভর্তি আছেন ৭২ জন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি