ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশিমপুর কারাগারে ইয়াবাসহ কারারক্ষী আটক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪২, ২ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ১৮৭ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশকালে প্রধান কারা ফটকে তাকে আটক করা হয়। 

আটককৃত কারারক্ষীর নাম শাহিনুল ইসলাম। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ আবু সিদ্দিক জানান, বাহির থেকে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে নিয়ে কারাগারের ভেতরে প্রবেশ করছিল কারারক্ষী শাহিনুল ইসলাম। এ সময়ে তাকে সন্দেহজনক মনে হলে কারাগারের প্রধান গেটে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশি করে। তল্লাশি করে তার আন্ডার ওয়ারের ভেতর থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারারক্ষী শাহিনুল ইসলামকে আটক করে। 
 
এ ব্যাপারে কোনাবাড়ী থানায় ওই কারারক্ষীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি