ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

বরিশালে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৯, ২ জুলাই ২০২১ | আপডেট: ১৩:১২, ২ জুলাই ২০২১

বরিশালে আশঙ্কাজনক হারে বাড়ছে মহামারী করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৬ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হলো ৩৩৫ জনের।

আজ শুক্রবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস ও হাসপাতাল সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। একইসঙ্গে বিভাগের ৬ জেলায় নতুন করে ২৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। 

এ নিয়ে বিভাগের ৬ জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৩৪। 

জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছেন ১৬৫ জন রোগী। এ ওয়ার্ডে মোট মারা গেছেন ৭৪৭ জন। এর মধ্যে করোনা পজিটিভে ২১৫ জন ও করোনা উপসর্গে ৫৪৪ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসাপতালটির পিসিআর ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার শতকরা ৫৩ দশমিক ৩৬ শতাংশ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি