ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোলায় ৪ জনকে কারাদণ্ড, ১৯৮ জনকে অর্থদণ্ড 

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ২ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে দেশের সর্ব দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় প্রশাসনের সাথে মাঠে নেমেছে নৌবাহিনী। যাদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ জনকে কারাদণ্ড ও ১৯৮ জনকে অর্থদণ্ড দিয়েছে।

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের ২০টি ভ্রাম্যমান আদালতের সাথে কাজ করছে নৌবাহিনীর সদস্যরা। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে ২১টি চেকপোস্টের পাশাপাশি লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ১১টি মোবাইল টিম। পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘোরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে তারা সচেতন করছেন।  

অপরদিকে জেলার অধিকংশ ব্যবসা প্রতিষ্ঠানসহ বিপণী বিতানগুলো বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অটোরিকশা, সিএনজি, ব্যক্তিগত যানবাহনসহ সকল প্রকার গণপরিবহন। 

তবে মূল সড়কে কঠোর লকডাউন থাকলেও অলিগলিতে মানুষের চলাচল কিছুটা স্বাভাবিক লক্ষ্য করা গেছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি