ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে করোনা ২ নারীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪০, ২ জুলাই ২০২১

রাজবাড়ীতে করোনা পজেটিভ নিয়ে ভর্তি থাকা দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

তারা হলেন, পৌর শহরের বিনোদনপুর এলাকার সুভাষচন্দ্র শাহার স্ত্রী বিথী রানি শাহ এবং উপজেলার পাচুরিয়া ইউনিয়নের সিরাজ বেপারীর স্ত্রী হাজেরা।

সদর হাসপাতালে করোনা ইউনিটের ইনচার্জ আব্দুল আল মামুন জানায়, বিথী রানী শাহ গত ২৭ জুন থেকে করোনা পজেটিভ নিয়ে ভর্তি হয়। এদিকে হাজেরা বেগম আজ সকাল সাড়ে ৮টার দিকে করোনা পজেটিভ নিয়ে ভর্তি হয়। তারা দুজনেরই সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি