ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশংকা 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৯, ২ জুলাই ২০২১ | আপডেট: ১৮:৪৫, ২ জুলাই ২০২১

কুড়িগ্রাম কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢল ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এতে প্লাবিত হয়েছে নদ-নদীর তীরবর্তী নিচু এলাকাগুলো।

এতে বিঘ্নিত হয়েছে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা। তলিয়ে গেছে এসব এলাকার সবজি ক্ষেত। এদিক পানি বৃদ্ধির সাথে সাথে তিস্তা নদীর দুইপাড় জুড়ে শুরু হয়েছে ভাঙ্গন। অন্যান্য নদ-নদীর ভাঙ্গন রোধ বিভিন্ন প্রকল্পের কাজ চলমান থাকলেও তিস্তা নদীর স্থায়ী ভাঙ্গনরোধ সরকার মহাপরিকল্পনার কারণ এখানে কোন প্রকল্প নেই। ফলে পানি বৃদ্ধির সাথে সাথে তিস্তার দুইপাড় স্পট ভাঙ্গন শুরু হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড সুত্র জানা গেছে। 

এদিকে উজানের পানিতে নদ-নদীতে পানি বেড়েছে ফলে বন্যার আশংকা করছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

কুড়িগ্রাম সদর উপজলার পাঁচগাছী ইউনিয়নর শুলকুর বাজার এলাকার মমিন মিয়া জানান, ধরলার পানি বাড়ায় আমার পটল ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে আগামী দু-একদিনের মধ্য নিচু এলাকার ঘর-বাড়িতে পানি ঢুকে যাবে।    
 
কুড়িগ্রাম পানি উন্নয়ন নির্বাহী প্রকোশলী মো. আরিফুল ইসলাম জানায়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢল জেলার সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তিস্তা নদীর ভাঙ্গনপ্রবণ এলাকা পরিদর্শন কর জরুরি ভিত্তিত ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি