ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাটোরে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৯, ৩ জুলাই ২০২১

নাটোরে মোটর সাইকেলের সংঘর্ষে মজিবর রহমান নামে নাটোর জজ কোর্টের এক আইনজীবি নিহত হয়। আজ সন্ধ্যা ৭টার দিকে শহরের নাটোর-বগুড়া সড়কের আদালতপাড়া এলাকার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আইনজীবি মজিবর রহমান লালপুর উপজেলার রায়পুর গ্রামের মৃত বেদার উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, আইনজীবি মজিবর রহমান মটোর সাইকেলে করে শহরের মোহনপুর এলাকার বাসায় ফিরছিলেন। পথে আদালত পাড়ার সামনে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অপর একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি