ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৫, আহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৯, ৩ জুলাই ২০২১ | আপডেট: ১৩:৫৫, ৩ জুলাই ২০২১

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতির হাতিয়ায় পিকাআপ ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই নারীসহ ৫ জন নিহত এনং ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ওসি (তদন্ত) শাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, একটি অ্যাম্বুলেন্স উত্তরবঙ্গে যাচ্ছিল আর একটি পিকআপ মাছ ভর্তি করে ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে হাতিয়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ৩ জন নিহত এবং আহত হয় ৭ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে একজন পুরুষ ও এক নারীর মৃত্যু হয়।

ওসি শাহিদুল ইসলাম বলেন, আহতদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি