ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

খুলনার তিন হাসপাতালে আরও ১১ মৃত্যু

খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৫, ৩ জুলাই ২০২১

খুলনার তিন হাসপাতালে করোনা সংক্রমণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১ জন, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন মারা যান।

আজ শনিবার (৩ জুলাই) সকাল ৯টায় এ খবর নিশ্চিত করেন সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ৩ জুলাই সকাল পর্যন্ত এ হাসপাতালে ২১৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে রেড জোনে ১১৩ জন, ইয়োলো জোনে ৬০, আইসিইউতে ২০ ও এইচডিইউতে ২০ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৩৫ জন। ছাড়পত্র নিয়েছেন ২৬ জন। আর মারা গেছেন ৬ জন।

আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ভর্তি থেকে ৭০ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে পুরুষ ৩৩ ও মহিলা ৩৭ জন। মারা গেছেন ১ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বলেন, ৩ জুলাই সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে ১২০ জন ভর্তি ছিলেন। নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৭ জন। ছাড়পত্র নিয়েছেন ১২ জন। আইসিইউতে আছে ৯ জন ও এইচডিইউতে আছে ১০ জন। একই সময়ে মারা গেছেন ৪ জন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি