ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আবু নাসের হাসপাতালে চালু হলো করোনা ইউনিট 

খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১০, ৩ জুলাই ২০২১

খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়েছে। আজ রোগী ভর্তির মধ্য দিয়ে ইউনিটটি চালু করা হয়। শুধুমাত্র করোনা পজিটিভ রোগীরা এই হাসপাতালে ভর্তি হতে পারবেন।

আজ শনিবার (৩ জুলাই) সকাল ১০টায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ইউনটির উদ্বোধন করেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। পরে রোগী ভর্তি নেওয়া শুরু হয়। হাসপাতালটির মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে আজ শনিবার থেকে শুরু হলো করোনা ইউনিট। এটি খুলনার সরকারি হাসপাতালগুলোর মধ্যে তৃতীয় করোনা ইউনিট। প্রথম করোনা হাসপাতাল করা হয় খুলনা মেডিকেল কলেজে। এরপর আরেকটি করা হয় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। এবার আবু নাসের হাসপাতালে ৪৫ শয্যাবিশিষ্ট ইউনিট চালু হওয়ায় খুলনায় ২৪৫ জন রোগীকে আসন দিতে পারবে এই তিনটি সরকারি হাসপাতাল।

খুলনায় সংক্রমণ ঊর্দ্ধমুখী হওয়ায় করোনা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। হাসপাতালের ধারণ ক্ষমতার বাইরে রোগী ভর্তি হচ্ছে। ফলে শয্যা সংকট দেখা দেয়। রোগীর চাপ সামলাতে প্রথমে খুলনা মেডিকেল কলেজে ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল করা হয়। পরে আসন সংকুলন না হওয়ায় ১৩০ শয্যায় উন্নীত করা হয়। 

তাতেও সংকুলন না হলে খুলনা জেলা করোনা প্রতিরোধ কমিটি দ্বিতীয় করোনা হাসপাতাল করার জন্য বেছে নেয় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে। এর আসন সংখ্যা করা হয় ৭০টি। তবুও রোগীর সংখ্যা বেশিই থাকছে। ফলে খুলনা খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার করোনার নতুন ইউনিট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র মতে, স্বাস্থ্য অধিদপ্তর গত ২৯ জুন শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিট চালুর নির্দেশ দেয়।

জানা গেছে, এই করোনা ইউনিটে শুধুমাত্র পজিটিভ হয়েছে এমন রোগীদের ভর্তি করা হবে। এজন্য ইউনিটটি সম্পূর্ণ আলাদা করা হয়েছে। নিচতলা থেকে রোগীদের চতুর্থ তলার আইসিইউতে নেয়ার জন্য ব্যবহার করা হচ্ছে পৃথক লিফট।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি