ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ১৭০

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ৩ জুলাই ২০২১

রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় করোনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনজন। একই সময়ে পজিটিভ শনাক্ত হয়েছে ১৭০ জন। 

শনিবার (৩ জুলাই) সকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গত ২৪ ঘন্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এসময় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ১৭০ জন। সদর হাসপাতালের কোভিড ইউনিটসহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ৪৭ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।

মৃত তিনজনের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ১ জন ও পৌরসভার ১ জন, বাকি একজন পাংশা উপজেলার। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এদের বয়স ৪৫ থেকে ৭০ বছরের মধ্যে।

এদিকে, করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাজবাড়ীতে। গত ২৪ ঘন্টায় ১৭০ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১০২ জন, পাংশায় ২৪ জন, গোয়ালন্দে ২৩, কালুখালীতে ১ জন এবং বালিয়াকান্দির ২০ জন ।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৩ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৩২৯ জন। মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৮৯৮ জন। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি