ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় লকডাউন বাস্তবায়নে নৌ বাহিনীর বিশেষ অভিযান

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ৩ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

মহামারী করোনা সংক্রমণ রোধে তৃতীয় দিনের লকডাউন বাস্তবায়নে সমুদ্র বন্দর মোংলায় বিশেষ অভিযান চালিয়েছে নৌ বাহিনী। শনিবার (৩ জুলাই) নৌ ঘাঁটির কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার মাহামুদুর রহমান জাকিরের নেতৃত্বে শহরজুড়ে এ অভিযান চালানো হয়। এসময় মাইকিং করে জনসাধারণকে সচেতন করেন তারা।

নৌ কর্মকর্তা লেঃ কমান্ডার মাহামুদুর রহমান জাকির বলেন, সমুদ্র ও উপকূলীয় এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি করোনা ভাইরাস জনিত সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে সকল কার্যক্রমে অসামরিক প্রশাসনকে সহায়তা অব্যাহত করে যাচ্ছে নৌ বাহিনী।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি