ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দোহারে অস্ত্রসহ যুবক আটক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৫, ৩ জুলাই ২০২১

ঢাকার দোহারে দেশীয় অস্ত্রসহ এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ডাকাত সন্দেহে মো. রুবেল (২২) আটক করা হয়। এ সময় পালিয়ে যায় তার সঙ্গে থাকা অপর দু’জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২ জুলাই) রাত ১২টায় উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর গ্রামের প্রবেশ মুখে ডাকাত সন্দেহে রুবেলকে আটক করে স্থানীয়রা। পরে তার দেহ তল্লাশি করে একটি ছুরি, চাইনিজ কুড়াল ও চাপাতি উদ্ধার করা হয়। এসময় রুবেলের সাথে থাকা নাজমুল ও আল-আমিন নামে অপর দুই যুবক দৌড়ে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে দোহার থানা পুলিশের এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে রুবেলকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যায়। আটক রুবেল উপজেলার বিলাসপুর ইউনিয়নের জয়নাল মাদবরের ছেলে।

দোহার থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান জানান, আটককৃত রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগিদের আটকে অভিযান চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি