ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় করোনা রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৬, ৪ জুলাই ২০২১

সাতক্ষীরার কলারোয়ায় শেখ আজগর আলী (৫৫) নামের এক করোনা রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের শেখ জালালের ছেলে। 

শনিবার (৩ জুলাই) সকালে থানা পুলিশ নিহতের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। 

এই তথ্য নিশ্চিত করেছেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ মীর খায়রুল করিব। তিনি জানান, করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগর আলী। সকালে স্বজনেরা তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ পৌঁছে তার বাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। পারিবারিক আবেদনে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 

এদিকে একটি সূত্রে জানায়, দীর্ঘদিন তার বাড়িতে ছেলে-বৌদের সাথে অশান্তি, ঝগড়া-বিবাদ লেগেই ছিলো। করোনা পজিটিভ হওয়ার পর থেকে সেই অশান্তির মাত্রা বেড়ে যায়। হয়তো সেই কারণে ও কষ্টে-অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে এলাকাবাসী ধারনা করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি