ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় কিশোরী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০০:২৯, ৪ জুলাই ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক কিশোরী নিহত হয়েছে। নিহতের নাম সাইমা (১৪)। শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। সে ওই গ্রামের হামদু চৌধুরীর মেয়ে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, সন্ধ্যায় ওই কিশোরী রাস্তা পারাপার হওয়ার সময় সিলেটগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি