বরিশালে করোনায় শনাক্ত ৩৪৩, মৃত্যু ৫
প্রকাশিত : ১৬:০৪, ৪ জুলাই ২০২১
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন পজিটিভ, বাকী ২ জন করোনা উপসর্গে নিয়ে মারা যান। বিভাগের ৬ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৩ জন।
রোববার (৪ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস ও হাসপাতাল সূত্র এই তথ্য জানায়। এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৩৪১ জন দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে মোট ১৮ হাজার ২৯৪ জন।
শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে ১৬৫ জন রোগী ভর্তি আছেন। এ ওয়ার্ডে মোট ৭৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পজিটিভ ২২১ জন ও উপসর্গ নিয়ে ৫৫৩ জন মারা যান।
এ হাসাপতালের পিসিআর ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ১১১ জন করোনা পজিটিভ হয়েছেন। আক্রান্তের হার ৫৯ দশমিক ০৪ শতাংশ।
এএইচ/
আরও পড়ুন