ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

খুলনার অলিগলিতেও টহল জোরদার করা হবে: জিওসি

খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ৪ জুলাই ২০২১

যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার বলেছেন, করোনা মোকাবেলায় খুলনা অঞ্চলের ১১ জেলার প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও সেনাবাহিনীর টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।

রোববার (২৪ জুলাই) দুপুর আড়াইটায় খুলনা সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসন, পুলিশ বাহিনী ও সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যেখানে জনসমাগম বেশি সেখানে কার্যকরী টহল প্রদানের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য করোনা সংক্রমণ হ্রাস করা।
  
এর আগে খুলনায় লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি