হিলিতে ভুয়া চিকিৎসকসহ ১৭ জনকে জেল জরিমানা
প্রকাশিত : ১৮:০৯, ৫ জুলাই ২০২১
দিনাজপুরের হিলিতে এক ভুয়া চিকিৎসক ও স্বাস্থ্যবিধি না মানা ও দোকান খোলা রাখায় পথচারী ও দোকানীসহ ১৪ জনকে ২২ হাজার ৭শ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও মাদক সেবনের দায়ে দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত হিলি বাজার, সাতকুড়ি রেলগেট, মংলাবাজার, ডাঙ্গাপাড়া বাজার এলাকায় পুলিশ ও বিজিবির সহায়তায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এসময় তার সঙ্গে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম জানান, করোনা সংক্রামণ রোধে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের আজ ৫ম দিন চলছে। সরকারি নির্দেশনায় যেসব বিধি নিষেধ মেনে চলার কথা বলা হয়েছে সেগুলো মানুষজন ঠিক মতো মানছেন কিনা, একই সঙ্গে দোকানপাট সময়ে বন্ধ করছেন কিনা, স্বাস্থ্যবিধি ও মানুষজন মাস্ক ব্যবহার করছেন কিনা সেটি নিশ্চিতে আমরা কাজ করছি। এসময় দোকান খোলা রাখায়, স্বাস্থ্যবিধিসহ অন্যান্য নির্দেশনা না মানায় পথচারী ও দোকানীসহ ১৪ জনকে ২হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও হিলির ডাঙ্গাপাড়া বাজারে শফিকুল ইসলাম নামের এক ব্যাক্তি চিকিৎসক না হয়েও বা এ সংক্রান্ত তার কোন সনদ না থাকার পরেও নিজেকে চিকিৎসক পরিচয়ে চিকিৎসা কাজে জড়িত থাকার দায়ে ওই ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুই মাদকসেবীকে মাদকসেবনের দায়ে ৬মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেআই//
আরও পড়ুন