ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বরিশালে করোনায় আরও ১০ মৃত্যু, আক্রান্ত ৪৫৯

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৬, ৬ জুলাই ২০২১

বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পজিটিভ রোগী এবং উপসর্গ নিয়ে ২ জন মারা যান। একই সময়ে বিভাগের ৬ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫৯ জন।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস ও হাসপাতাল থেকে এ তথ্য জানানো হয়।  

মৃতদের মধ্যে শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে পজিটিভ শনাক্ত ১ জন ও উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ ওয়ার্ডে মোট মৃত্যু হয়েছে ৭৯৭ জনের। এর মধ্যে করোনায় পজিটিভ ২২৫ জন ও উপসর্গে ৫৭৪ জন। এছাড়া ঝালকাঠী ও পিরোজপুরে ২ জন করে মারা যান। 

এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে। আর মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫৩২ জন। 

শেবাচিমের করোনা ওয়ার্ডে বর্তমানে ১৬২ জন রোগী ভর্তি আছেন। হাসাপতালের পিসিআর ল্যাবে সোমবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তের হার শতকরা ৭৩ দশমিক ৯৩ ভাগ। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি