সুন্দরবনে মাছ শিকারের সময় বিষ জব্দ
প্রকাশিত : ১৪:৩০, ৬ জুলাই ২০২১
সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে বিষ দিয়ে মাছ শিকারের সময় একটি নৌকা, ১৬ বোতল ও ৬ প্যাকেট কীটনাশক জব্দ করা হয়েছে। তবে এসময় জেলেরা নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায় বলে দাবি করেন বনকর্মকর্তারা।
মঙ্গলবার (৬ জুলাই) এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের বনপ্রহরী শেখ আব্দুল মালেকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
চাঁদপাই রেঞ্জ স্টেশন কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীতে অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে একটি নৌকা, ১৬ বোতল ও ৬ প্যাকেট বিষ, একটি জাল ও বরফ জব্দ করা হয়েছে।
তিনি বলেন, অভিযানকালে জেলেরা নদীতে ঝাঁপিয়ে বনের ভিতরে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের হয়েছে।
এর আগে সোমবার (৫ জুলাই) ভোরে সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদ ও কীটনাশকসহ এক ব্যক্তিকে আটক করে বনবিভাগ।
এএইচ/
আরও পড়ুন