কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ১৬, শনাক্ত ২৩৪
প্রকাশিত : ১২:০১, ৭ জুলাই ২০২১
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মারা গেছেন ১৬ জন মানুষ। এদের মধ্যে ১০ জন করোনায় পজিটিভ ছিলেন। বাকি ৬ জন উপসর্গ নিয়ে মারা যান। এদিন আরও ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮০১টি নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে ২৩৪ জনের। শনাক্তের হার ২৯.২১ শতাংশ। নতুন শনাক্তের মধ্যে কুষ্টিয়া সদরের ৯৬ জন, দৌলতপুরের ৪৭ জন, কুমারখালীর ৩৯ জন, ভেড়ামারার ১৭ জন, মিরপুরে ১৬ জন ও খোকসার ১৯ জন রয়েছেন।
জুলাই মাসের এই ৭ দিনে কুষ্টিয়ায় ১৭শ’ ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় মৃত্যু হয়েছে ৬৯ জনের। বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভি ১৮৭ ও উপসর্গ নিয়ে ৮৭ মোট ২৭৪ জন ভর্তি রয়েছেন।
এএইচ/
আরও পড়ুন