মেয়রের বাড়ি থেকে অস্ত্র-মাদকসহ কোটি টাকা উদ্ধার, স্ত্রীসহ আটক ৩
প্রকাশিত : ১২:২৩, ৭ জুলাই ২০২১ | আপডেট: ১৪:৪০, ৭ জুলাই ২০২১
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় তার বাড়ি থেকে চারটি বিদেশি পিস্তল, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার রুবেল আহমেদ।
তিনি জানান, বাঘা থানার একটি মামলায় পৌরসভর মেয়র মুক্তার হোসেনের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় তার বাড়িতে পিস্তল, মদ, ইয়াবা পাওয়া যায়। এছাড়াও তার বাড়ি থেকে প্রায় ৯৫ লাখ টাকা নগদ পাওয়া গেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় মেয়র মুক্তার আলী।
রুবেল আহমেদ বলেন, এ ঘটনায় মেয়রের স্ত্রী জেসমিন আকতার এবং তার দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করা হয়েছে। আইনী পদক্ষেপ শেষে তাদের আদালতে চালান দেয়া হবে।
তিনি আরও জানান, নির্বাচনে তার বিরুদ্ধে কাজ করায় মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রভাষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলা চালায় মেয়র মুক্তার আলী। এ সময় মজনুকে মারপিট ও তার বাড়ি ভাংচুর করা হয়। রাতে মজনু থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে রাতেই মেয়রের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
উল্লেখ্য, গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে টানা দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হন স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তার আলী। তবে প্রথম বার দলীয় মনোনয়নে মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে মুক্তার হোসেন পৌরসভা যুবলীগের সভাপতি ছিলেন।
এএইচ/
আরও পড়ুন