ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নলছিটিতে ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪০, ৭ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্তদের সেবায় বিনামূল্যে অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। দুস্থ কল্যাণ সংস্থা (দুকস) নামক একটি স্থানীয় এনজিও এই সেবামূলক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে। 

বুধবার (৭ জুলাই) সকালে পৌরভবন চত্বরে এ সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান। 

অনুষ্ঠানে শ্বাসকষ্টসহ করোনায় আক্রান্ত মুক্তিযোদ্ধা ও অসহায় ব্যক্তিদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের ঘোষণা দেওয়া হয়। এছাড়া করোনা আক্রান্ত অন্য রোগীরা প্রয়োজনে রিফিল মূল্য ৫শ’ টাকা পরিশোধ করে এ সেবা গ্রহণ করতে পারবেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

এসময় দুস্থ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এইচএম সিজার, নির্বাহী পরিচালক হাসান আল মামুন লিমন, পৌর কাউন্সিলর দিলরুবা বেগম, সাবেক কাউন্সিলর মু. মনিরুজ্জামান মুনির ও কৃষক লীগ নেতা মো. হানিফ হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।  

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি