ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪১, ৭ জুলাই ২০২১

গাজীপুরের কোনাবাড়ী ও বাংলাবাজার এলাকায় ট্রাকের  ধাক্কায়  মোটরসাইকেলের দুই আরোহীসহ ৩ জন নিহত হয়েছে। বুধবার (৭ জুলাই) দুপুরে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

কোনাবাড়ী মেট্রো থানা অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, আজ বুধবার দুপুরে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী সামির ও আবুল হাসান মারা যায়। ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

অপরদিকে, বাংলাবাজার এলাকায় একটি ইজিবাইক থেকে চলন্ত অবস্থায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি