ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪৭, ৭ জুলাই ২০২১

জয়পুরহাটে পুকুরে গোসল করতে নেমে মোহাম্ম আলী পাপ্পু (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই ) দুপুরে পৌর শহরের সাগর পাড়া এলাকায় এ ঘটনা  ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান। 

মোহাম্ম আলী পাপ্পু জয়পুরহাট পৌর শহরের শেখ পাড়া মহল্লার আজাদ হোসেনের ছেলে। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, বুধবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে পাপ্পু বারোঘাটি পুকুরে গোসল করার সময় সবার অজান্তে পানিতে ডুবে যায়।  কিছুক্ষণ পর তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর  পুকুরে ভাসতে দেখে, পরে তাকে উদ্ধার করে  জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি