ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নলছিটিতে পুলিশ-সাংবাদিকসহ ৩৪ জনকে জরিমানা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫০, ৮ জুলাই ২০২১

ঝালকাঠির নলছিটিতে কঠোর লকডাউন অমান্য করায় পুলিশ ও সাংবাদিকসহ ৩৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নলছিটি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার। 

এসময় বিনা কারণে রাস্তায় বের হওয়া মানুষের কাছে কারণ জানতে চাওয়া হয়। সন্তোষজনক কারণ দেখাতে না পারায় অনেককে ফিরিয়ে দেওয়া হয়। তবে এর মধ্যে কিছুসংখ্যক জনসাধারণকে জরিমানা করা হয়। তার মধ্যে নলছিটি থানার এক এসআই ও স্থানীয় একজন সাংবাদিক রয়েছেন। ওই পুলিশ কর্মকর্তা ও সাংবাদিক হেলমেট ব্যবহার না করায় তাদেরকে জরিমানা করা হয়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, একজন পুলিশ ও একজন সাংবাদিককে হেলমেট না থাকায় জরিমানা করা হয়েছে। তাদেরসহ ৩৪ জনকে ২৪টি মামলায় জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

তিনি আরও জানান, নলছিটিসহ সারাদেশে করোনা সংক্রমণের হার বেড়ে চলছে। আমাদের সবাইকে সরকার ঘোষিত লকডাউন মেনে চলতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হওয়া যাবে না। কারও ঘরে খাবার না থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে খাবার বাসায় পৌঁছে দিবো।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি