ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের উদ্ধারকৃত দুই মৃতদেহের পরিচয় এখনো মিলেনি  

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:২৬, ৮ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের আমবাগ নামাপাড়া এলাকায় বিলে ভাসমান গলাকাটা উদ্ধারকৃত দু'জনের মৃতদেহের পরিচয় এখনো মিলেনি। ধারণা করা হচ্ছে , হত্যার পর তাদের পানিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। 

পুলিশ বলছে,অর্ধগলিত দুই ব্যক্তির পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহসহ তদন্ত চলছে। তবে এখনো এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, ’বুধবার রাতে অর্ধগলিত মৃতদেহ দুটি উদ্ধার করে। এ সময় দু'জনের গলাই কাটা এবং একজনের পা রশি দিয়ে বাঁধা ছিলো। রাতেই সিআইডি ও পিবিআই লাশের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে।

পুলিশের ধারণা, সপ্তাহ খানেক আগে ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে লাশ পানিতে ফেলে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মৃতদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি