ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে প্রাক্তন স্কুল শিক্ষিকার রহস্যময় মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৪১, ৯ জুলাই ২০২১

নিহত স্কুল শিক্ষিকার লাশ, ইনসেটে স্কুল শিক্ষিকা শান্তনা রায় মিলি

নিহত স্কুল শিক্ষিকার লাশ, ইনসেটে স্কুল শিক্ষিকা শান্তনা রায় মিলি

ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে নিজ বাসার পাশের একটি গলি থেকে শান্তনা রায় মিলি (৪৮) নামে প্রাক্তন এক স্কুল শিক্ষিকার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যু নিয়ে দেখা দিয়েছে রহস্য।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে এলাকাবাসী গলিতে মৃতদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত শান্তনা রায় শহরের তাঁতীপাড়া মহল্লার বাসিন্দা সমির কুমার রায় সোনা চক্রবর্তীর স্ত্রী। তিনি আজ ভোরে বাসা থেকে হাঁটতে বেরিয়েছিলেন এবং বাসায় ‘তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’- লেখা একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।

নিহতের স্বামী জানান, তাঁর স্ত্রীর আগে থেকে মানসিক সমস্যা ছিল এবং তিনি চিকিৎসাধীন ছিলেন। 

ঠাকুরগাঁও পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা ঘটনাস্থলে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কোনও দাহ্য পদার্থ দিয়ে ওই শিক্ষিকার দেহকে দগ্ধ করার চেষ্টা করা হয়েছে। তবে ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি