ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে ট্রাকের পিছনে মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৮, ৯ জুলাই ২০২১

রাজশাহীর গোদাগাড়ীতে মাহিন্দ্রা ও ট্রাকে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের শ্রী নারায়ণ চৌধুরীর ছেলে শ্রী মাধব হাওলাদার (৪০) ও অপরজন মাহিন্দ্রা চালক একই ইউনিয়নের পালশা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে সেলিম (৩৫)। শ্রী মাধব হাওলাদার পেশায় ঘোষ ছিলেন দই বিক্রয় করার জন্য রাজশাহীর দিকে যাচ্ছিল। আহতকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, গোপালপুর বাজারে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে মাহিন্দ্রা এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন আহত হয়। পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মাহিন্দ্রা চালক সেলিমকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং শ্রী মাধব হাওলাদারকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানেই সে মারা যায়।  ট্রাক ও মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি