ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

লকডাউন অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ায় ১৩২২ মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৬, ৯ জুলাই ২০২১ | আপডেট: ০০:০০, ১০ জুলাই ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কঠোর বিধি-নিষেধ প্রতিপালনে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি টহল চালিয়েছে সেনা সদস্যরা। 

এসময় তারা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজনকে অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করেন এবং জিজ্ঞাসাবাদ শেষে যারা প্রয়োজন ছাড়া বের হয়েছেন এমন সব মানুষদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার আওতায় আনেন। 

প্রসঙ্গত, গত পহেলা জুলাই থেকে ৮ তারিখ পর্যন্ত সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ১৩২২টি মামলা হয়েছে। এসময় ২ হাজার ৪'শ ৭ জনকে অর্থ দন্ড ও ১ জনকে কারাদণ্ড দেয়া হয়। নগদ অর্থ দন্ডের পরিমান ১২ লাখ ২১ হাজার টাকা। 

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান জানান, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জেলায় সেনা বাহিনীর টিম ছাড়াও ৩ প্লাটুন বিজিবি, র‌্যাব, ৫ শতাধিক পুলিশ এবং ৩০/৩৫টি ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি