রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দুর্বৃত্তদের হামলা
প্রকাশিত : ১৪:৪৩, ১০ জুলাই ২০২১
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত। এ সময় দায়িত্বরত অফিস সহকারী নজরুল ইসলাম মিঠুনকে মারধর করা হয়।
শনিবার (১০ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
এ সময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ও সহকারীরা সাময়িকভাবে সেবা বন্ধ রাখেন। পড়ে দুপুর সোয়া ১টার দিক থেকে পুনরায় কার্যক্রম চালু হয়।
জানা গেছে, হঠাৎ ১০ থেকে ১৫ জনের একটি দল জরুরি বিভাগের মেডিকেল অফিসারের কক্ষে ঢুকে অফিস সহকারী মিঠুনকে মারধোর করে। এতে তার পায়ের নখ এবং নাক ফেটে যায়। এছাড়া জরুরি বিভাগের একটি থাই গ্লাস ভেঙ্গে পড়ে। এ সময় আরও কয়েকজনকে মারধোর করা হয়। পড়ে প্রায় আধা ঘন্টা জরুরি বিভাগের সেবা বন্ধ থাকে।
হাসপাতালের তত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস জানান, জরুরি বিভাগে হামলা করে তাদের এক অফিস সহকারীকে মারধোর ও গ্লাস ভাংচুর করা হয়েছে। কে বা কারা এ হামলা করছে তা জানাতে পারেননি তিনি।
তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হয়। এখন পরিবেশ শান্ত রয়েছে এবং পুনরায় সেবা দেয়া হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে যারা জরিত তাদের সবাইকে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
এএইচ/
আরও পড়ুন