ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোরেলগঞ্জ হাসপাতালে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৪, ১০ জুলাই ২০২১

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছেন স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।

শনিবার (১০ জুলাই) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির নিকট এগুলো হস্তান্তর করেন তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাওয়া এসব সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১৫টি অক্সিজেন সিলিন্ডার, পাল্স অক্সিমিটার ১০টি ও অক্সিজেন কনসেনট্রেটর ৫টি।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির, উপজলো চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ওসি মো. মনিরুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি