ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৪৯, ১০ জুলাই ২০২১ | আপডেট: ১৮:৫০, ১০ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ও করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ লিংকন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন, নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা গ্রামের শামসুল হক (৬৮), ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাঁড় এলাকার সখিনা বেগম (৬০) এবং ফুলবাড়ী উপজেলার রাবাইটারী গ্রামের সফিউর রহমান(৯০)। এদের মধ্যে শামসুল হক করোনা পজেটিভ ছিলেন। বাকি দুইজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। 

জেনারেল হাসপাতাল সুত্রে জানা গেছে, হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে শনিবার সকাল পর্যন্ত ৫১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৮ জন করোনা পজেটিভ এবং ২৩ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সুত্র জানায়, গত ৯ জুলাই পর্যন্ত জেলায় ১১ হাজার ১২৮ নমুনা পরীক্ষায় ২ হাজার ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৪০২ জন। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি