ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আত্মহত্যা চেষ্টাকারী সেই ব্রাজিল ভক্ত বলেছেন এটি ‘গুজব’

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৯, ১১ জুলাই ২০২১ | আপডেট: ১৫:৫০, ১১ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

কক্সবাজারের রামুতে ব্রাজিল দলের ভক্ত মো: কামাল (২০) বলেছেন, আমি খেলার জন্য বিষপান করিনি। এটি ‘গুজব’ ছড়ানো হয়েছে। ব্যক্তিগত বিষয়ে বিষ পান করেছিলাম। তবে এখন আমি সুস্থ আছি। 

রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার খেলছিল। খেলায় ব্রাজিলের হার সইতে না পেরে মো. কামাল (২০) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করার খবর ছড়িয়ে পড়ে। 

পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে সুস্থ হয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিষয়টি সত্য নয় বলে জানান তিনি।

কামাল বলেন, ‘খেলার বিষয়ে আমার কোন আগ্রহ নেই। ব্যক্তিগত কারণে আমি এগুলো খেয়েছি। কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়েছে আমি ব্রাজিলের হারের কারণে বিষ পান করেছি। এটি সত্য নয়, এটি গুজব। আমি এখন সুস্থ আছি।'

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহিন মো: আব্দুর রহমান বলেন, সকালে মো: কামাল নামে এক যুবককে বিষ পান করা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে এখন পুরোপুরি সুস্থ রয়েছে। তবে কি কারণে বিষপান করেছে সেটা আমার জানা নেই।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি