অপ্রীতিকর ঘটনা নেই, আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস
প্রকাশিত : ১৬:০৪, ১১ জুলাই ২০২১
কোপা আমেরিকার ফাইনাল ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনা বিরাজ করলেও কোথাও এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে শিরোপা জয়ের পর আর্জেন্টাইন সমর্থকরা বিভিন্নস্থানে পটকা-বাজি ফুঁটিয়ে বিজয়োল্লাস করেছে।
আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা নিয়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। রোববার (১১ জুলাই) ভোর ৪টা থেকে ১১৬টি বিটে পুলিশের টহল শুরু হয়।
এর আগে সমর্থকদের সতর্ক করতে প্রজেক্টারের মাধ্যমে বড় পর্দায় উন্মুক্তস্থানে, হাটবাজার, রাস্তার মোড়, হোটেল-রেষ্টুরেন্টে, চায়ের দোকান, পাড়া-মহল্লায় বন্ধুবান্ধব একত্রিত হয়ে কিংবা গণজমায়েত করে ফুটবল খেলা দেখা এবং খেলা শেষে আনন্দ মিছিল, পটকা-আতশবাজি ফুটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
প্রসঙ্গত, গত ৬ জুলাই বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিরপ্রতিদ্বন্দ্বী এই দু’ দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়ে বেশ কয়েকজনকে হাসপাতাল পর্যন্ত যেতে হয়।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাজিল-আর্জেন্টিনার খেলাকে ঘিরে যেকোন ধরণের সহিংসতা রুখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
এএইচ/
আরও পড়ুন