ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজার হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৭, ১১ জুলাই ২০২১

করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ব্যাক্তিগত উদ্যোগে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশ ও বন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

রোববার (১১ জুলাই) দুপুরে  মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। পরিবেশ ও বন মন্ত্রীর পক্ষে পৌর মেয়র ফজলুর রহমান ও সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এসব অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিক এর কাছে হস্তান্তর করেন। এসময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলায় করোনা সংক্রমণ উর্ধ্বগতির সময় পরিবেশ ও বন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিক ধন্যবাদ জানান।

এসময় তিনি আরও বলেন, নতুন যুক্ত ১৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মোট অক্সিজেন সিলিন্ডার হলো ২৭০টি। যা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে উপকারে আসবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি