ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে একদিনে সর্বোচ্চ ২২ মৃত্যুর রেকর্ড

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৬, ১২ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ভাঙছে একের পর এক মৃত্যুর রেকর্ড। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় পজিটিভ ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। যা এ যাবতকালের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

সোমবার (১২ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এছাড়া বরিশাল বিভাগে নতুন করে ৫৭৫ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ৭১০ জন। সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৮৪ জনে।

এদিকে, বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে এ যাবৎকালের সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। নতুন ভর্তি হয়েছে ৪৭ জন। 

এছাড়া গেলো ২৪ ঘণ্টায় বরগুনায় ২ জন ও ঝালকাঠিতে ১ জনসহ মোট ৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।

বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ২১৬ জন আক্রান্ত হয়েছেন, এ নিয়ে করোনায় মোট ৯ হাজার ৬১২ জন শনাক্ত। পটুয়াখালী জেলায় নতুন ৪৯ জন, এ নিয়ে মোট ২৮৯২ জন। ভোলা জেলায় নতুন ৩৭ জনসহ মোট ২২৯৩ জন, পিরোজপুর জেলায় নতুন ৯৪ জন নিয়ে মোট ৩১৯৭ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ১৯০৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১১৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭৮৭ জন।

এদিকে হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ৩৫ জন ও করোনা ওয়ার্ডে ১২ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩০৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি