ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা পেল নলছিটির ৫০ পাটিকর পরিবার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১২ জুলাই ২০২১ | আপডেট: ১৭:২৮, ১২ জুলাই ২০২১

করোনা সংক্রমণ বৃদ্ধি, কঠোর লকডাউন ও সরকারি বিধি-নিষেধ মেনে চলতে গিয়ে নলছিটিতে কর্মহীন ৫০টি পাটিকর পরিবারের কাছে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। 
 
সোমবার (১২ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে মোল্লারহাট ইউনিয়নের শীতলপাটি শিল্প ফাউন্ডেশনের ৫০টি কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী ও মোল্লারহাট ইউনিয়ন পরিষদ সচিব মোশফিকুল ইসলাম ইলিয়াস উপস্থিত ছিলেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, এই পরিবারগুলো শীতলপাটি শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে। এরা কাজ করেই দিনাতিপাত করেন। এরা কারো মুখাপেক্ষী না। লকডাউনের কারণে এরা মানবেতর জীবনযাপন করছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর করোনাকালীন চলমান মানবিক কার্যক্রমের আওতায় এসব কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি