ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৭, ১৩ জুলাই ২০২১

নোয়াখালীতে লকডাউনের কারণে যারা কর্মহীন হয়েছেন, তাদের মাঝে পৌরসভার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০টায় পৌরসভা ভবন চত্বরে পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় পৌর পরিষদের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছর করোনার শুরু থেকে চলতি বছরের প্রত্যেকটি লকডাউনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পৌর এলাকার কর্মহীন দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার এ দুদিনে সাড়ে ৬ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হবে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি