ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২২, ১৩ জুলাই ২০২১

গাজীপুরের কোনাবাড়ি ও কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন। নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন জিএমপি কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক।

তিনি জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে কোনাবাড়ি ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে সালনা এলাকার কারখানায় যাচ্ছিল পোশাক শ্রমিক কবির হোসেন কালু। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘাতক ট্রাকটি জব্ধ এবং ট্রাক চালক নূর মোহাম্মদকে আটক করেছে পুলিশ। 

অপরদিকে, কালিয়াকৈর-মাওনা সড়কের কুতুবদিয়া এলাকায় একটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজির রানু বালা সরকার নামের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ সময়ে সিএনজির চালকসহ আরও ২ জন আহত হয়েছেন। 

আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি