ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে পাচার কিশোরীকে বেনাপোল দিয়ে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪০, ১৩ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে ভারতে গিয়ে নয় মাস কারাভোগ শেষে বেনাপোল হয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে অর্পিতা আক্তার মিম (১৫) নামের এক কিশোরী। 

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন। ফেরত আসা যুবতী খুলনার খান জাহান আলী থানার বাসিন্দা। 

বেনাপোল ইমিগ্রেশন ওসি মুজিবর রহমান বলেন, ভালো কাজের আশায় তিন বছর আগে সে দালাল এর মাধ্যমে অবৈধ পথে ভারত যায়। এরপর সে ভারতের গুজরাট প্রদেশে বাসা বাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে আদালতের মাধ্যমে তাকে চিল্ড্রেন হোমস এন্ড গার্লস নামের একটি শেল্টার হোমে রাখা হয়। পরে দুই দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যেমে দেশে ফেরত আসে। ফেরত আসা কিশোরীকে ইমিগ্রেশন এর কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

কিশোরীকে গ্রহণ করতে আসা বেসরকারী এনজিও সংস্থা জাস্টিস ফর কেয়ার এর সমন্বয়কারী শাওলী সুলতানা বলেন, আপাতত তাকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি