ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গলা ও হাতের রগ কেটে নারী হত্যা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩১, ১৪ জুলাই ২০২১

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া পূর্বপাড়া (কারিগরপাড়া) এলাকার একটি পাট খেত থেকে গলা ও হাতের রগ কাটা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আতিকা খাতুন (৪৮) চার সন্তানের জননী। দুই ছেলে দুই মেয়ে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন তিনি।

মঙ্গলবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে কারিগরপাড়া কমিউনিটে ক্লিনিকের পিছনের পাট খেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। নিহত কারিগরপাড়ার মৃত আতাহার আলীর স্ত্রী। 

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, বিকেলে ছাগল নিয়ে মাঠে গিয়ে আতিকা আর ফিরে আসেনি। তবে সন্ধ্যার আগে ছাগলগুলো বাড়ি চলে আসে। সন্ধ্যা পর্যন্ত না ফেরায় বাড়ির লোকজন মাঠে গিয়ে তাকে খোঁজাখুজি করে। এক পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের পিছনে পাট ও ভুট্টা খেতের মাঝে তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

ওসি আরও বলেন, লাশের গলাকাটা ছাড়াও তার বাম হাতের কব্জির রগ কাটা রয়েছে। এছাড়াও তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি