ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালীতে স্লুইজগেটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ৩২

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৬, ১৪ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

পটুয়াখালীর কলাপাড়ায় স্লুইজগেটের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে দু’দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৩২ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

গত সোমবার ও মঙ্গলবার দিনভর উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের কাটাখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল কলাপাড়া হাসপাতালে ভর্তি রোগীর উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের কাটাখালী স্লুইজগেটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় নূর-ইসলাম হাওলাদার গ্রুপের সাথে আশিক তালুকদার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত: ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যায় বালিয়াতলী খেয়াঘাট এলাকায় ফের সংঘর্ষে ১৭ জন আহত হয়।

আশিক তালুকদার তার বিরুদ্ধে নানা অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালে রোগীরা রোগীরা মারামারি করেছে। এ বিষয়ে তার কিছু জানা নেই।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি