ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ১৪ জুলাই ২০২১

নোয়াখালী জেলা ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেছেন সদর-সুবর্ণচর আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। এ সময় অক্সিজেন ব্যাংককে এক লাখ সার্জিক্যাল মাস্ক দিয়েছেন সাংসদ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানসহ অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ জানান, এ অক্সিজেন ব্যাংকে ৫০টি সিলিন্ডার থাকবে। জেলার গরীব অসহায় করোনা রোগীরা এ অক্সিজেন ব্যাংকের সুবিধা পাবেন। এটি পরিচালনা করবে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। একই সঙ্গে ছাত্রলীগ বিভিন্ন স্থানে নিয়মিত মাক্স বিতরণ করবে বলেও জানান তিনি।  

এদিকে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীতে ছিল, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি