ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে তরুনী নিহতের ঘটনায় ১জন গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ২১ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩৪, ২১ জুন ২০১৭

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় ছিনতাইয়ের সময় চলন্ত রিকশা থেকে পড়ে এক তরুনী নিহতের ঘটনায় এরশাদ উল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গেল রাতে লাভ লেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটর সাইকেল, নিহত তরুনীর মোবাইল সেটসহ ৪৫টি ভ্যানিটি ব্যাগ ও ১৫টি ছাতা জব্দ করা হয়। গত ১৩ জুন রিকশা করে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা শিরিন আক্তারের ব্যাগ ছিনিয়ে নেয়। সে সময় তিনি তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। ছয়দিন পর হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা যান শিরিন। আজ এক সংবাদ সম্মেলনে মহা নগর পুলিশের উপ-কমিশনার এস এম মোস্তাইন হোসেন জানান, আরেক ছিনতাইকারি শাহেদকে গ্রেফতারে অভিযান চলছে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি