ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে করোনায় একদিনে মৃত্যু ১১, আক্রান্ত ১৬৬

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৩, ১৫ জুলাই ২০২১

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬ জন করোনায় পজিটিভ এবং বাকী ৫ জন উপসর্গ নিয়ে মারা যান। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে এসব তথ্য জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে।

এসময় ৪৭০ জনের নমুনা পরীক্ষায় ১৬৬ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা ১৫ হাজার ২১৫ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্তের হার ২৩ দশমিক ৪৪ শতাংশ।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সাইফুর রহমান জানান, এ পর্যন্ত হাসপাতালে ৪২২ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ২৯৪ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২৮ জন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি