ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীর মহাসড়কে যানবাহনের চাপ, স্বাস্থ্যবিধি লঙ্ঘিত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৬, ১৫ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর চালু হলো গণপরিবহন। সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশ বেড়েছে যানবাহনের চলাচল। বেলা বাড়ার সাথে সাথে যাত্রির চাপ বাড়তে থাকায় উপেক্ষিত হতে দেখা গেছে স্বাস্থ্যবিধি। 

অনেকেই পড়ছেন না মাস্ক, এছাড়া কিছু কিছু পরিবহনে দেখা গেছে অনিয়ম। ঢাকা-সিলেট মহাসড়কের ৫২ কিলোমিটার অংশেই স্বাভাবিক চলাচল অব্যাহত রয়েছে।

নরসিংদীর ট্রাফিক পুলিশ পরিদর্শক গোলাম মাওলা জানান, দীর্ঘদিন পর যাত্রীবাহী যান চলাচল শুরু হয়েছে, তবে কোথাও জ্যাম লেগে থাকার ঘটনা নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও ঈদের যাত্রা নিশ্চিতকরণে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি